মুদ্রণশিল্পের ইতিহাসের রেখাচিত্র আঁকার পাশাপাশি বাংলার মুদ্রণশিল্পের খণ্ডচিত্র তুলে ধরার প্রয়াস রয়েছে। প্রথমেই বলে রাখি, এই ব্রহ্মাণ্ডে মুদ্রণশিল্পের সূচনা হয়েছিল বই মুদ্রণের মধ্য দিয়ে। ৮৬৮ খ্রিষ্টাব্দে চীনে প্রাপ্ত হীরক সূত্রই বিশ্বের প্রাচীনতম মুদ্রিত গ্রন্থ।