হিন্দুদের জবেহ করা প্রাণী খাওয়া জায়েয নেই। এছাড়া তাদের তৈরি অন্যান্য খাবার খেতে আপত্তি নেই। যেমন, মিষ্টান্ন, চিড়া, মুড়ি, শাক, সবজি, মাছ, ডিম ইত্যাদি। তবে খাদ্যটি যদি মূলতই হারাম হয় (যেমন, মদ, শুকুরের মাংস ইত্যাদি) অথবা যদি তাদের ধর্মীয় উপলক্ষে হয় (যেমন তাদের পূজার প্রাসাদ বা পূজা উপলক্ষে তৈরিকৃত খাবার) তাহলে তা মুসলিমদের জন্য খাওয়া জায়েয নয়।