আরবীতে ওহী (وحی) শব্দটি বাবে ضرب এর মাসদার। এটির আভিধানিক অর্থ হলোঃ গোপনে জানিয়ে দেয়া, ইঙ্গিত করা, প্রেরণ করা - ইত্যাদি।
পরিভাষায়, নবী-রাসূলদের ওপর আল্লাহ তা'য়ালার অবতারিত বাণীকে ওহী বলে। কিংবা, গোপনে আল্লাহ প্রদত্ত নবী-রাসূলদেরকে কোনকিছু জানানোর নামই ওহী।
ওহী দু'প্রকার।
وحی متلو বা পঠিত ওহী৷ এটি হলোঃ পবিত্র কুরআন শরীফ।
وحی غير متلو বা অপঠিত ওহী৷ এটি হলোঃ পবিত্র হাদীস শরীফ।
তবে, নবী-রাসূলদের প্রত্যাদেশ প্রাপ্তির ধরণ হিসেবে ওহী তিন প্রকার।
নবীদের সরাসরি আল্লাহ তা'য়ালার শাশ্বত বাণী শ্রবণ করা। যেমনঃ হযরত মূসা (আঃ)-এর শ্রবণ।
আল্লাহ প্রদত্ত ফেরপশতার মাধ্যমে ওহী অবতরণ করা৷
নবীর অন্তকরনে বিষয়বস্তুর ভাব সৃষ্টি করা৷ যেমনঃ রাসূল (সঃ) বলেছেন, ان روح القدس نفث فی روحی