এই তালিকায় একমাত্র ব্যতিক্রমী নামটি রাণী এলিজাবেথের। তবে তালিকায় তাকে দেখে অবাক হওয়ার কিছু নেই। কার তিনি একটি বড়সড় রেকর্ডের অদিকারীনি। তিনিই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে শাসন করা কোনো রাণী। ২১ এপ্রিল ১৯২৬ সালে জন্ম নেয়া রাণী দ্বিতী এলিজাবেথ ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের সিংহাসনে াারোহন করেন। তার বাবা কিং চতুর্থ জর্জের মৃত্যু তাকে সিংহাসনে বসিয়েছিল। সেই থেকে অদ্যবধি যুক্তরাজ্যের রাণী এবং কমনওয়েলথভুক্ত দেশসমূহের রাণী হিসেবে সিংহাসন আকড়ে রেখেছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ।