এশিয়ার সবচেয়ে দীর্ঘতম এবং পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী হলো ছাংচিয়াং। নদীটি ছিংহাই-তিব্বত নামক বরফাবৃত মালভূমি থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ-পশ্চিম, কেন্দ্রীয় এবং পূর্ব চীনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাংহাইয়ের কাছে পূর্ব চীন সাগরে মিশেছে। নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৩০০ কিলোমিটার। চীনের এক-পঞ্চমাংশ অঞ্চলের জলের প্রধান উৎস এই নদী। নদীর উপত্যকায় চীনের এক-তৃতীয়াংশ জনসংখ্যার বসবাস। ছাংচিয়াং নদী চীনের ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই নদীর ব-দ্বীপ চীনের মোট দেশজ উৎপাদনের ২০ ভাগ জোগান দেয়। নদীটি বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় চার পাশের অঞ্চলগুলো জীববৈচিত্র্যে সমৃদ্ধ। চৈনিক সভ্যতার শুরু থেকে নদীটি ব্যবসা-বাণিজ্য, জলসেচ, পরিবহনসহ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। ছাংচিয়াং নদীর ওপর অবস্থিত ‘তিন গিরিখাতের বাঁধ’ নামের বাঁধটি বিশ্বের সবচেয় বড় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে স্বীকৃত। বর্তমানে ছাংচিয়াং নদী শিল্প দূষণসহ বহুমুখী দূষণে ক্ষতির সম্মুখীন। তাই প্রাকৃতিক সুরক্ষিত স্থান হিসেবে নদীটির কিছু অংশকে সুরক্ষিত করা হয়েছে।