ইকলিম অর্থ প্রদেশ।
এ সময়ের মধ্যে বাংলার তিনটি অংশে দিল্লির মুসলিম সুলতানদের তিনটি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বিষয়গুলোকে ফারসি ভাষার 'ইকলিম' বলা হতো। উত্তর বাংলাজুড়ে প্রতিষ্ঠিত ছিল ইকলিম লখনৌতি, পশ্চিম বাংলায় ইকলিম সাতগাঁও ও পূর্ব বাংলায় ইকলিম সোনারগাঁও প্রতিষ্ঠিত ছিল।