রক্তে স্বাভাবিক গ্লুকোজের মাত্রা ৬০-১৪০ মিলিগ্রাম/ডেসি লিটার। ‘হিমোগ্লোবিন এ১সি’ নামক রক্তের আরেকটি পরীক্ষার মাধ্যমে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। এতে পূর্ববর্তী তিন মাসের গড় গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা হয়। এর মান ৫.৭% এর কম হলে স্বাভাবিক ধরা হয়। গ্লুকোজের পরিমাণ বেশি হলে তা হাইপারগ্লাইসেমিয়া বা ডায়বেটিসের লক্ষণ।
গ্লুকোজ বেড়ে গেলে শরীরের স্নায়ু, রক্তনালী ও অন্যান্য অঙ্গগুলোতে বিপদজনক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখা অনেক গুরুত্বপূর্ণ। গ্লুকোজ বেড়ে গেলে কী কী ক্ষতি হতে পারে জেনে নেয়া যাক।
কোনো উপসর্গ না থাকা
বেশিরভাগ সময়ই রক্তে গ্লুকোজ বেশি থাকলেও কোনো উপসর্গ প্রকাশ পায় না। অন্তত শুরুর দিকে প্রকাশ পায় না। যুক্তরাষ্ট্রে ডায়াবেটিস রোগীদের প্রতি চারজনের একজন জানেনই না যে তাদের ডায়াবেটিস আছে। এর কারণ গ্লুকোজের মাত্রা ডায়বেটিসের উপসর্গ প্রকাশ করার মতো মাত্রায় না পৌঁছা। কিন্তু তাদের ঝুঁকি থাকে ডায়াবেটিস হওয়ার। তাই ভালো উপায় হচ্ছে আপনি ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে থাকলে নিয়মিত রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করা।