বাংলাদেশের উচ্চতম বৃক্ষ - বৈলাম বৃক্ষ।
এই গাছ পরিণত হলে ২৪০ ফুট উঁচু হয়। প্রায় ৩৫ তলা একটি ভবনের সমান। আমাদের দেশের সবচেয়ে উঁচু গাছ। অফিসের কাজে ২০১৬ সালে একবার হাজারিখিল বনাঞ্চলে গিয়েছিলাম। চট্টগ্রাম শহর থেকে মোটে ৪৫ কিলোমিটর দূরে ফটিকছড়ি উপজেলায় হাজারিখিল। রাঙাপানি চা বাগান এক পাশে রেখে সিঁড়ি ধরে উঠলেই পাবে অভয়ারণ্য। হাজারিখিল বিখ্যাত বৈলাম বৃক্ষ ও বন ছাগলের জন্য। ফটক পেরিয়ে অল্প দূর গিয়েই পেলাম বৈলাম। একটি নেমপ্লেটে গাছটির গোত্র, প্রজাতি, বৈজ্ঞানিক নাম Anisoptera scaphula লেখা আছে। স্বাস্থ্যবান গাছটি থেকে অনেক কাঠ পাওয়ার কথা। তবে এর কাঠ বেশি ভালো নয়। হাজারিখিল ছাড়াও উখিয়া, টেকনাফ, চট্টগ্রাম, সিলেটসহ পার্বত্য বনাঞ্চলে বৈলাম দেখার সুযোগ পাবে। বৈলাম দেখতে পাবে ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে। আরো পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা বিভাগের কাছে ও হাতিরঝিলে। তবে গাছটি বিলুপ্তির পথে। তাইতো বন বিভাগ বিভিন্ন বন ও বাগানে বৈলামের চারা লাগানোর উদ্যোগ নিয়েছে। দিনকয়েক আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ তিনেক বৈলামের চারা লাগানো হয়েছে।