ফেসবুক ব্যাবহারের ফলে অনেক নতুন নতুন অবান্চিত বন্ধু অামাদের ফ্রেন্ড লিষ্টে যোগ হয়ে থাকে এভাবে হতে হতে এক সময় ফেসবুকের ফ্রেন্ডলিষ্ট প্রায় ৫০০০ এর তালিকা পূর্ন হয়ে যায়। তালিকা পূর্ন হয় ঠিকি কিন্তু চেনা মানুষের সংখ্যা খুবি কম থাকে একটা নতুন স্টাটাস দিলে লাইক কমেন্ট তো দুরের কথা কেউ একনজরের জন্য ও দেখেনা। মাঝে মাঝে মনে হয় আর ফেসবুক ব্যাবহার করবোনা! কিন্তু না করলেও তো হয় না ভালো লাগে না ফেসবুক ছারা তাইনা? কিন্তু এখন কি করা যায়? এই অবান্চিত বন্ধুগুলোকে কিভাবে ডিলিট করা যায় একটা একটা করে ডিলিট করবো? কিন্তু একটা একটা একটা করে ডিলিট করলে তো অনেক সময় লাগবে কতদিনে এই ৫০০০ বন্ধুকে ডিলিট করবো? না অন্য পদ্ধতি দেখতে হবে। কিন্তু কিভাবে একসাথে সকল বন্ধুকে ডিলিট করবো? সকল বন্ধু যদি একসাথে ডিলিট করতে পারতাম তাহলে তো অনেক কষ্ট কম হতো?কিন্তু এমন কি কোন নিয়ম আছে যার মাধ্যমে ফেসবুকের সকল বন্ধু একসাথে ডিলিট করা যায়? প্রিয় পাঠক, অবশ্যই আছে আপনি যদি আমার আজকের এই টিউনটি স্কিপ না করে সম্পুর্ন পরেন তাহলে অবস্যই আপনি ফেসবুকের সকল বন্ধু একসাথে ডিলিট করতে পারবেন। আপনার ফেসবুকের সকল বন্ধু একসাথে ডিলিট করার জন্য প্রয়োজন পরবে একটি কম্পিউটারের কম্পিউটার দিয়ে অনেক সহজ পদ্ধতিতে দেখিয়ে দিবে যে কিভাবে ফেসবুকের সকল ফ্রেন্ডকে একসাথে ডিলিট করা যায়।