১৮৮৫ সালে : কলকাতার হুগলি নদী তীরবর্তী রিশড়া নামক স্থানে প্রথম পাটকল স্থাপন করেন
ভারতের প্রথম পাটকল এই অঞ্চলেই করে উঠেছিল। ভারতের ১৮৫৫ সালে প্রথম জুট মিল স্হাপন হয়েছিল পশ্চিম বঙ্গের রিষড়াতে। হুগলী নদীর তীর বরাবর এই জুট মিল গড়ে উঠেছিল। মিস্টার জর্জ অকল্যান্ড ওই সময় ডান্ডের কাছ থেকে জুট মেশিন কিনে রিষড়ায় জুট মিল গঠন করেন। হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হল পাট শিল্প। বর্তমানে এই শিল্পাঞ্চলে মোট ৬০ টি পাটকল রয়েছে। যা ভারতবর্ষের মোট পাটকলের ৭৪ শতাংশ। পাটকল গুলি প্রধানত বজবজ, বিড়লাপুর, উলুবেড়িয়া, সাঁকরাইল, টিটাগড়, জগদ্দল, কাঁকিনাড়া, ভদ্রেশ্বর, আগরপাড়া ও বালি এলাকায় গড়ে উঠেছে। সবচেয়ে বেশি পাটকল রয়েছে টিটাগড়, উলুবেড়িয়া, বালি ও বজবজ এলাকায়।