‘বাংলিশ’। শব্দটা শুনেই প্রশ্ন জাগতে পারে এটা আবার কেমন ভাষা? কলকাতার ‘নেট’ জগতের তরুণরা আপনাকে এক কথায় বলে দেবে- কিছুটা বাঙলা আর কিছুটা ইংরেজি মিশিয়ে প্রচলিত যে নতুন ভাষা, তাই ‘বাংলিশ’।
অনেকটা সুকুমার রায়ের ‘হাঁসজারু’-এর মতো কিছুটা হাঁস আর বাকিটা সজারু।
আরেকটু জানতে চাইলে আপনাকে ‘বাংলিশ’ শুনতে হবে। যদিও এতে মাথা ব্যথা হওয়ার কিংবা হেঁচকি ওঠার সম্ভাবনা আছে। তারপরও ঝুঁকি নিয়ে শুনলে আপনি দেখতে পাবেন তাতে ইংলিশ আছে ৮০ শতাংশ আর বাঙলা ২০ শতাংশ।