মাদ্দ ফারঈ অর্থাৎ স্বাভাবিক মাদ্দের সাথে হামযা অথবা সুকুন যুক্ত হয়ে উদ্ভুত মাদ্দ।
মাদ্দ ফারঈ কে দুই ভাগে ভাগ করা হয়।যথাঃ
▪হামযার কারণে উদ্ভুত মাদ্দ ।
▪সুকুনের কারণে উদ্ভুত মাদ্দ।
==== ==== ====
হামযার কারণে যে সব মাদ্দ হয়;সেগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
▪মাদ্দ মুত্তাছিল
▪মাদ্দ মুনফাছিল
▪মাদ্দ বাদাল
▪মাদ্দ সিলা কুবরা
সুকুনের কারণে যে সব মাদ্দ হয়;সেগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে ।যথাঃ
#আরদ্বী_সাকিনঃ (অস্থায়ী সুকুনের ফলে যে মাদ্দ)
▪মাদ্দ আরিদ্ব
▪মাদ্দ লীন
#আসলী_সাকিনঃ (স্থায়ী সুকুনের ফলে যে মাদ্দ)
▪মাদ্দ লাযিম
▪মাদ্দ লীন লাযিম
======== ====
মাদ্দ লাযিমকে চার ভাগে ভাগ করা হয়েছে ।যথাঃ
#মাদ্দ_লাযিম_কালমীঃ (সাধারণ শব্দের মধ্যে মাদ্দ)
▪মাদ্দ লাযিম কালমী মুসাক্কাল
▪ মাদ্দ লাযিম কালমী মুখাফ্ফাফ
#মাদ্দ_লাযিম_হারফীঃ (মুক্বতত্বআত হরফের বানানের মধ্যে যে মাদ্দ)
▪মাদ্দ লাযিম হরফী মুসাক্কাল
▪মাদ্দ লাযিম হরফী মুখাফ্ফাফ
➖➖➖➖➖➖➖
#মাদ্দের_প্রকারভেদ_সম্পর্কে_বিস্তারিত_আলোচনাঃ
মাদ্দ_আসলীঃ মাদ্দ ত্বাবা'য়ী ( طبيعي )
অর্থাৎ - স্বাভাবিক মাদ্দ ।যদি কোন হরফ মাদ্দের সাধারণ শর্ত পূরণ করে এবং সে হরফে আগে বা পরে হামযা অথবা সুকুন না থাকে ; ঐ হরফকে এক আলিফ পরিমাণ টেনে পড়াকে মাদ্দ আছলী/ত্বাবা'য়ী বলে।
অনুরূপভাবে খাড়া হারকাত(খাড়া যবর,খাড়ি যের, উল্টা পেশ) কেও মাদ্দে আছলী/ত্বাবা'য়ীর ন্যায় এক আলিফ টেনে পড়তে হয়।
যেমনঃ بَا (বাআআ)
এখানে বা হরফটি মাদ্দ শর্ত পূরন করেছে কারণ ا আলিফের পূর্বে যবরে সাথে যুক্ত হয়েছে ফলে বা হরফে এক আলিফ অথবা দুই হরফ পরিমাণ টেনে পড়তে হয়েছে।