সুন্নী ইসলাম মতে সিহাহ সিত্তাহ-এর অন্তর্ভুক্ত গ্রন্থগুলো ধর্মীয় কারণে খুবই গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্যতার বিচারে এগুলোর ধারাবাহিকতা হলো:
সহীহ বুখারী, সংগ্রাহক: ইমাম বুখারী (মৃ. ৮৭০), অন্তর্ভুক্তি সংখ্যা: ৭২৭৫ টি হাদীস
সহীহ মুসলিম, সংগ্রাহক: মুসলিম বিন হাজ্জাজ (মৃ. ৮৭৫), অন্তর্ভুক্তি সংখ্যা: ৯২০০ টি হাদীস
সুনানে নাসাই, সংগ্রাহক: ইমাম নাসাই (মৃ. ৯১৫), অন্তর্ভুক্তি সংখ্যা: ৫৭৫৮ টি হাদীস
সুনান আবু দাউদ, সংগ্রাহক: আবু দাউদ (মৃ. ৮৮৮), অন্তর্ভুক্তি সংখ্যা: ৫১৮৪ টি হাদীস
সুনান আল-তিরমিজী, সংগ্রাহক: মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি (মৃ. ৮৯২), অন্তর্ভুক্তি সংখ্যা: ৩৬০৮ টি হাদীস
সুনান ইবনে মাজাহ, সংগ্রাহক: ইবনে মাজাহ (মৃ. ৮৮৭), অন্তর্ভুক্তি সংখ্যা: ৪৩৪১ টি হাদীস
প্রথম দুটি গ্রন্থকে তাদের নির্ভরযোগ্যতার জন্য "সহীহ গ্রন্থ" বলে নির্দেশ করা হয়।