গুরুমন্ডলের অপর নাম হয় ম্যান্টল।
ভূত্বকের নিচের স্তরটি গুরুমন্ডল নামে পরিচিত। গুরুমন্ডলের বৈশিষ্ট্য গুলি হল
গুরুমন্ডলের বিস্তার প্রায় ২৯০০ কিমি পর্যন্ত।
গুরুমন্ডলের উষ্ণতা ২০০০ থেকে ৩০০০ ডিগ্রি সেলসিয়াস মতো।
গুরুমণ্ডলের গড় ঘনত্ব প্রায় ৩.৪ - ৫.৬ গ্রাম/ঘনসেমি।
গুরুমণ্ডলে প্রধানত ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম খনিজের প্রাধান্য লক্ষ্য করা যায়।
গুরুমন্ডল কে দুটি প্রধান স্তরে ভাগ করা হয়ে থাকে, যথা - ক্রোফেসিমা ও নিফেসিমা।
৩০ থেকে ৭০০ কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডলের যে অংশটিতে মূলত ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম খনিজের প্রাধান্য লক্ষ্য করা যায়, তাকে ক্রোফেসিমা বলে।
৭০০ থেকে ২৯০০ কিমি পর্যন্ত বিস্তৃত অংশটি নিফেসিমা নামে পরিচিত। কারণ এই স্তরে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের আধিক্য লক্ষ্য করা যায়।