ভূত্বকের গড় গভীরতা প্রায় ৩০কিমি।মহাদেশীয় ভূত্বক গুলি গ্রানাইট ও মহাসাগরীয় ভূত্বক গুলি ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। ৭০০ থেকে ২৯০০ কিমি পর্যন্ত বিস্তৃত অংশটি নিফেসিমা নামে পরিচিত।কারণ এই স্তরে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের আধিক্য লক্ষ্য করা যায়।