জ্ঞানের দরজা" বলা হয় হযরত আলী (রা.)-কে । মহানবী মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই এবং জামাতা ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী (রা.) ছিলেন অসাধারণ জ্ঞানের অধিকারী। হজরত আলী (রা.) কতটা জ্ঞানী-গুণী ছিলেন হাদিস শরিফের একটি উক্তি দেখলেই সহজে বোঝা যায়। রসুলে কারিম (সা.) পবিত্র হাদিস শরিফে ঘোষণা করেছেন—‘আমি জ্ঞানের শহর হলে হজরত আলী সেই জ্ঞানের দরজা।’