প্রাচীন ভারতে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বসবাস করত তাকে বলা হত জনপদ। জনপদ হলোঃ. লোকালয়; লোক বসতির স্থান; দেশ,রাজ্য. প্রাচীন বাংলায় যেসব ছোট ছোট স্বাধীন অঞ্চল গড়ে ওঠেছিল তাকেই ঐতিহাসিক ভাবে জনপদ বলা হয়।