আকসাই চীন (চীনা: 阿克赛钦; ফিনিন: Ākèsài Qīn; উইগুর ভাষায়: ﺋﺎﻗﺴﺎﻱ ﭼﯩﻦ;) হল ভারত ও চীন এর মধ্যকার এক বিতর্কিত অঞ্চল। ভারতের মতে এটি ভারতের জম্বু এবং কাশ্মীর রাজ্যের লাদাখের অংশ। অপর পক্ষ চীন এর মতে, আকসাই চীন তাদের জিংজিয়াং প্রদেশের অংশ। এই অঞ্চলটির আয়তন ৩৭,০০০ বর্গ কিলোমিটার।