আন্তর্জাতিক নার্স দিবস ১২ মে পালিত হয় ।
কেন পালিত হয়ঃ
উন্নত কিংবা অনুন্নত দেশে, সমতল কিংবা পাহাড়ে, যুদ্ধ ক্ষেত্র কিংবা শান্ত জনপদে সেবিকাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন । নিজেদের সীমাহীন আত্মত্যাগে অসুস্থ্যকে সুস্থ্য করে তুলে তৃপ্ত তারা । বিশ্বের নার্সদের শ্রদ্ধাজন আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ খ্যাত ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেলে’র জন্মদিন ১২ মে । তার প্রতি সম্মান জানাতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয় বিশ্ব নার্স দিবস হিসেবে ।