সবচেয়ে ছোট পাখির নাম ‘বি হামিংবার্ড’। মানে মৌমাছি হামিংবার্ড আর কি! এই পাখিগুলো এতই ছোট যে এগুলোকে দেখলে তোমার মৌমাছি ভেবে ভুলই হবে। আর তাই এমন নাম। আর ভুল হবেই-বা না কেন? ওদের দৈর্ঘ্য কত জান? সাকুল্যে ৫ সেন্টিমিটার। তোমার স্কেল দিয়ে মেপে দেখো তো ৫ সেন্টিমিটারে কতখানি হয়।
এবার চিন্তা করো, বি হামিংবার্ড মাথা আর লেজসুদ্ধ এই অতটুকুই! তবে বলো, ওকে মৌমাছি ভাববে না তো কি হাতি ভাববে! আর ওদের ওজন হয় মাত্র ১.৮ গ্রাম। আরও মজার বিষয় কী জানো? মেয়ে বি হামিংবার্ডের চেয়ে কিন্তু ছেলে বী হামিংবার্ড আরও ছোট হয়।
এখন বলো তো, পৃথিবীর সবচেয়ে ছোট এই পাখিরা কোথায় থাকে? ওরা থাকে ফিদেল ক্যাস্ত্রোর দেশ কিউবাতে। ওদের গায়ের রং হয় মূলত সবুজ, লাল আর সাদা। আর মেয়েদের গায়ে সাদা ছোপ ছোপ দাগও থাকে।
তবে ওরা যেই ছোট, ওই দাগ দেখে চেনার চিন্তা যদি কর, তবে ভুল করবে। তোমাকে দেখতে হবে, কোন বি হামিংবার্ডগুলো বেশি ছোট। যেগুলো বেশি ছোট, সেগুলো ছেলে বি হামিংবার্ড। আর বড়গুলো মেয়ে।
ছোট্ট হলে কী হবে! ওরা কিন্তু বেশ সাহসী। প্রায়ই দেখা যায়, ওরা ওদের চেয়েও বড় বড় পাখিদের তাড়া করে বেড়াচ্ছে। আর যদি কেউ ভুল করেও ওদের বাচ্চাকে ঘাঁটাতে যায়, তবেই হয়েছে। মা বি হামিংবার্ড তো তখন একেবারে তেড়েফুঁড়েই ছুটে যায় আর কি!