হার্টের সমস্যাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটি হলো জন্মগত হৃদরোগ। আরেকটি হলো, অ্যাকোয়ার্ড ডিজিজ। জন্মের পরে পরবর্তীকালে যেটি হয়। সাধারণত জন্মগত হার্টের সমস্যার জন্য আলাদা চিকিৎসক থাকে। এদের বলা হয় শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। এদের যারা অস্ত্রোপচার করে তাদের শিশু রোগ বিশেষজ্ঞ সার্জন বলি। আরেকটি দল যাদের আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলি। প্রবীণ মানুষের হৃদরোগ নিয়ে যারা কাজ করে। সাধারণত আমরা ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট বলি। কিছু নন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টও রয়েছে, যারা ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট হিসেবে পরিচিত। আর প্রাপ্ত বয়স্কদের কার্ডিয়াক সার্জারি, বয়স্ক মানুষের যে হার্টের সমস্যার সমাধান করে, তারা হচ্ছে, অ্যাডাল্ট কার্ডিওলজিস্ট।