গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসে আক্রান্ত নারীদের পুরুষদের তুলনায় হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চারগুণ বেশি। এছাড়া অন্ধত্ব, কিডনি রোগ এবং হতাশার মতো জটিলতার ঝুঁকিতেও রয়েছে নারীরা।
নারীদের প্রায় পুরুষদের তুলনায় দ্বিগুণ ডায়াবেটিস নিয়ে কাজ করার সময় হতাশার অভিজ্ঞতা হয়। এটি হতে পারে কারণ নারীরা পরিবার এবং তাদের ক্যারিয়ারের চাপে এটি বাড়তি ঝামেলা মনে করেন।
গর্ভাবস্থায় ডায়াবেটিস, যাকে গর্ভকালীন ডায়াবেটিসও বলা হয় এটি মা এবং শিশুর জন্য জটিল করে তুলতে পারে। এছাড়াও টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত নারীদের খাওয়ার ব্যাধি অর্থাৎ ইটিং ডিসওর্ডার দেখা গিয়েছে যা পুরুষদের মধ্যে দেখা যায় না।