শ্বাসমূল প্রধানত ম্যানগ্রোভ বনে দেখা যায় এবং দিনের একটা সময় এগুলো পানি বা কাদায় নিমজ্জিত থাকে। মাটির নীচে পানির গতি কম থাকায় অক্সিজেন সরবরাহও কম থাকে বলে ভূগর্ভস্থ মূল শ্বসনকার্য সম্পাদনের জন্য উপরের দিকে উঠে আসে। এই উর্ধমূখী মূলের অগ্রভাগে শ্বাসছিদ্র ও ভিতরে বায়ুকুঠুরি থাকে যার সাহায্যে গ্যাস আদান-প্রদান করে।