আল্লাহর রাসুল (সা.)-এর একটিও হাদিস যদি প্রমাণিত হয়, আর কেউ যদি সেটাকে অস্বীকার করে তবে সে কাফের হয়ে যাবে। এটা ওলামায়ে কেরামদের ঐকমত্যে সাব্যস্ত হয়েছে। যদি কোনো সুন্নাহ, হাদিস কেউ আমল না করে, তাহলে সে কাফের হয়ে যাবে না। কিন্তু অস্বীকার করলে তিনি কাফের হয়ে যাবে। এই মাসয়ালার মধ্যে কোনো আলেম দ্বিমত প্রকাশ করেননি। তাই যিনি এই বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যের মধ্যে কুফরি রয়েছে। কোরআনের সঙ্গে আল্লাহর রাসুল (সা.)-কে হাদিসও দেওয়া হয়েছে, এই হাদিস যারা অস্বীকার করবে তারা কোরআনকে অস্বীকার করবে। আমরা কোরআন যে উৎস থেকে পেয়েছি, হাদিসও সে উৎস থেকে পেয়েছি।