ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী এই পাহাড়গুলোতে প্রধানত গারো উপজাতি বাস করে বলে এই পাহাড়গুলো গারো পাহাড় নামে সর্বাধিক পরিচিত। গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো-খাসিয়া পর্বতমালার একটি অংশ। এর কিছু অংশ ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলায় এর কিছু অংশ আছে।