গুয়াহাটি (অসমীয়া: গুৱাহাটী গুয়াহাটি) (পূর্বে গৌহাটি রূপে পরিচিত ছিল) উত্তর পূর্ব ভারতের অসম রাজ্যের বৃহত্তম শহর এবং উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মহানগর। শহরটি পশ্চিম অসমে ব্রহ্মপুত্র নদের তীরে, মেঘালয় অঙ্গরাজ্যের সাথে সীমান্তের কাছে অবস্থিত। একে 'উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার' বলা হয়।