যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায়, তাকে বচন বলে। অন্যভাবে বলা যায়, যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায়, তাদেরকে বচন বলে। যেমনঃ একটি পাখি, অনেকগুলো পাখি ইত্যাদি।
বচনের প্রকারভেদ
বচন দুই প্রকার। যথাঃ– (ক) একবচন ও (খ) বহুবচন।
(ক) একবচন : যে সকল শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বুঝায়, তাদেরকে একবচন বলে। যেমন- কলমটি, বইটি, আমটি, আমি, তুমি ইত্যাদি।
(খ) বহুবচন : যে সকল শব্দ দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তু বুঝায়, তাদেরকে বহুবচন বলে। যেমন- বইগুলো, কলমগুলো, আমরা তারা ইত্যাদি।
বিঃদ্রঃ
* শব্দের আগে এক থাকলে একবচন হয়।
* শব্দের পরে টি, টা, খানা, খানি, ইত্যাদি থাকলে বহুবচন হয়।