সম্প্রতি এ বিষয়ে একটি সমীক্ষা করেন বিশ্বের তাবড় চিকিত্সা বিজ্ঞানীরা। রিপোর্টে দেখা যাচ্ছে, সপ্তাহে দু'বার বা আরও কম বার মিলনে লিপ্ত হচ্ছেন বেশির ভাগ দম্পতি। কিনসে ইন্সস্টিউটের সমীক্ষা রিপোর্টে তুলে ধরা হয়েছে বয়সের ভিত্তিতে কোন বয়সিরা কতবার সেক্স করছেন। কতবার করা উচিত।
রিপোর্টে দেখা যাচ্ছে, ১৮ থেকে ২৯ বছর বয়সিরা বছরে সাধারণত ১১২ বার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে মিলিত হন। ৩০ থেকে ৩৯ বছরের বয়স কোঠায় সাধারণ মিলন হচ্ছে বছরে ৮৬ বার। এবং ৪০ থেকে ৪৯ বছরের কোঠায় বছরে মিলন হচ্ছে ৬৯ বার। এছাড়া ১৩ শতাংশ বিবাহিত দম্পতি বছরে মাত্র হাতেগোনা কয়েকবার সেক্স করেন। ৪৫ শতাংশ মাসে একাধিক বার মিলনে লিপ্ত হচ্ছেন। ৩৪ শতাংশ দম্পতি সপ্তাহে ২ থেকে ৩ বার এবং ৭ শতাংশ দম্পতি সপ্তাহে ৪ বা তার বেশি বার সেক্স করছেন।
কতবার সঙ্গম করা উচিত?
চিকিত্সকদের মতে, কম পক্ষে এক মাসে একবার, গড়ে সপ্তাহে একবার অত্যন্ত জরুরি। সবচেয়ে ভালো দাম্পত্য জীবন ও সুস্থ যৌন জীবনের জন্য দরকার সপ্তাহে ৩ থেকে ৫ বার সঙ্গম।