বায়ুমণ্ডলের ওজোন স্তর অতিবেগুনি রশ্মি কে শোষণ করে। স্ট্রাটোস্ফিয়ার উপরের স্তর থেকে প্রায় ১২-১৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে ওজোন স্তর বলে।
ওজোনস্তরে ওজোনের ঘনত্ব খুবই কম হলেও জীবনের জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনী রশ্মি এটি শোষণ করে নেয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর মধ্যম মাত্রার(তরঙ্গদৈর্ঘ্যের) শতকরা ৯৭-৯৯ অংশই শোষণ করে নেয়, যা কিনা ভূ-পৃষ্ঠে অবস্থানরত উদ্ভাসিত জীবনসমূহের সমূহ ক্ষতিসাধন করতে সক্ষম।