জাতিসংঘের মূল বা প্রধান শাখা ৬টি, তবে বর্তমানে ৫টি শাখা কার্যকর রয়েছে এবং ১ টি শাখা অকার্যকর রয়েছে. মূল সংষ্থা গুলো হলো:
১. সাধারণ পরিষদ (General Assembly)
২. নিরাপত্তা পরিষদ (Security Council)
৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ Economic and Social Council (ECOSOC)
৪. আন্তর্জাতিক আদালত* International Court of Justice World Court (ICJ)
৫. সচিবালয় Secretariat এবং
৬. অছি পরিষদ Trusteeship Council (১৯৯৪ সালে পালাউ স্বাধীন হলে জাতিসংঘের এই সংস্থাটি স্থগিত (suspended) করা হয় ।)
জাতিসংঘের মোট ১৭টি অঙ্গসংস্থা রয়েছে এবং জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা (১৭তম) UN Women : জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা