পানিতে কিসমিস ডুবিয়ে রাখলে কিসমিস পানি শোষণ করে একসময় ফুলে ওঠে এই প্রক্রিয়াকে বলা হয় অসমোসিস। শীতকালে এই ব্যাপারটাই ঘটে। আমাদের শরীরের অভ্যন্তরে হল আদ্র। আর শীতকালে বাতাস থাকে শুষ্ক। এই শুষ্ক বাতাস আমাদের শরীরের ভেতরের পানি শুষে নিতে চায়। আর ঠোঁট পাতলা হবার কারণে ঠোটের মাধ্যমে এই পানি বাতাস শুষে নেয়। এইজন্যেই ঠোট শুকিয়ে যায়। অনেকক্ষণ সাবান পানিতে থাকলেও এরকম হয়। হাত এবং পায়ের চামড়া সংকুচিত হয়ে যায়।