আলো এক বছরে যে দুরুত্ব অতিক্রম করে তাকে বলা হয় আলোকবর্ষ। প্রতি সেকেন্ডে আলো ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে, এইভাবে ১ বছরে আলো যতদূর যাবে সেটা হবে এক আলোকবর্ষ। ... এক আলোকবর্ষ প্রায় ৬ ট্রিলিয়ন মাইলের সমান। কিলোমিটারে হিসাব করলে প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার (৯,৪৬০,৭৩০,৪৭২,৫৮১ কিলোমিটার)।