ঈমান অর্থ বিশ্বাস । ইসলামি শরীয়তের সকল বিষয়গুলো মনেপ্রানে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও মেনে চলা বা কাজে প্রকাশ করার নাম ঈমান ।
যার ঈমান আছে তাকে বলা হয় 'মুমিন' ।
মুমিন হওয়ার প্রথম শর্ত হল কালিমা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ । এক আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, তার প্রেরিত কিতাব সমুহ, নবী রাসুলগন, ফেরেশতা গন, মৃত্যু, কিয়ামত ও আখিরাত এবং তকদীর এর উপর বিশ্বাস করার নাম ঈমান ।