বইয়ের নাম : খারেজি (উৎপত্তি,চিন্তাধারা ও ক্রমবিকাশ)
লেখক : ড. আলি মুহাম্মদ সাল্লাবি
অনুবাদক : কাজী আবুল কালাম সিদ্দীক
প্রকাশক : কালান্তর প্রকাশনী
সংস্করণ : প্রথম (একুশে গ্রন্থমেলা ২০১৯)
মূল্য : ১৮০/-
পৃষ্ঠাসংখ্যা : ১৩৬
রিভিউ লেখক: জুলফিকার জোনায়েদ
মূল আলোচনা:
.
হযরত আলি রা.-কে জিজ্ঞেস করা হলো,ওইসব লোক কি কাফের?' তিনি বললেন,'তারা কুফরির অভিযোগ এনে সংঘ ত্যাগ করেছে।' অতঃপর জিজ্ঞেস করা হলো তারা কি মুনাফিক?'। তিনি বললেন, 'মুনাফিকরা তো আল্লাহর জিকির কম করে।' পরে তাঁকে জিজ্ঞেস করা হলো 'তাহলে তারা কারা?' জবাবে তিনি বললেন,'ওরা এমন জাতি যারা আমাদের সাথে বিদ্রোহ করেছে এবং আমরা তাদের হত্যা করেছি।' (পৃষ্ঠা ৬০)