বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি; যথা-[২]
উপসর্গ অর্থদ্যোতকতা উদাহরণ
১ অ নিন্দিত অর্থে অকেজো, অচেনা, অপয়া
অভাব " অচিন, অজানা, অথৈ
ক্রমাগত " অঝোর, অঝোরে
২ অঘা বোকা " অঘারাম, অঘাচণ্ডী
৩ অজ নিতান্ত (মন্দ) " অজপাড়াগাঁ, অজমূর্খ, অজপুকুর
৪ অনা অভাব " অনাবৃষ্টি, অনাদর
ছাড়া " অনাছিষ্টি, অনাচার
অশুভ " অনামুখো
৫ আ অভাব " আকাঁড়া, আধোয়া, আলুনি
বাজে, নিকৃষ্ট " আকাঠা, আগাছা
৬ আড় বক্র " আড়চোখে, আড়নয়নে
আধা, প্রায় " আড়ক্ষ্যাপা, আড়মোড়া, আড়পাগলা
বিশিষ্ট " আড়কোলা (পাথালিকোলা), আড়গড়া (আস্তাবর), আড়কাঠি
৭ আন না " আনকোরা
বিক্ষিপ্ত " আনচান, আনমনা
৮ আব অস্পষ্টতা " আবছায়া, আবডাল
৯ ইতি এ বা এর " ইতিকর্তব্য, ইতিপূর্বে
পুরনো " ইতিকথা, ইতিহাস
১০ ঊন (ঊনু, ঊনা) কম " ঊনপাঁজুরে, উনিশ (উন+বিশ), ঊনাভাত
১১ কদ্ নিন্দিত " কদবেল, কদর্য, কদাকার
১২ কু কুৎসিত, অপকর্ষ " কুঅভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ
১৩ নি নাই, নেতি " নিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট, নিনাইয়া
১৪ পাতি ক্ষুদ্র " পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো
১৫ বি ভিন্নতা, নাই বা নিন্দনীয় " বিভূঁই, বিফল, বিপথ
১৬ ভর পূর্ণতা " ভরপেট, ভরসাঁঝ, ভরপুর, ভরদুপুর, ভরসন্ধ্যে
১৭ রাম বড় বা উৎকৃষ্ট " রামছাগল, রামদা, রামশিঙ্গা, রামবোকা
১৮ স সঙ্গে " সরাজ, সরব, সঠিক, সজোর, সপাট
১৯ সা উৎকৃষ্ট " সাজিরা, সাজোয়ান
২০ সু উত্তম " সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ
২১ হা অভাব " হাপিত্যেশ, হাভাতে, হাঘরে
আ, সু, বি, নি— এই চারটি উপসর্গ সংস্কৃত ভাষায়ও পাওয়া যায়। ব্যবহারের ওপর নির্ভর করে এই চারটি উপসর্গ বাংলা না সংস্কৃত তা নির্ধারণ করা হয়। বাংলা উপসর্গ সর্বদাই বাংলা শব্দের আগে এবং সংস্কৃত উপসর্গ সর্বদাই সংস্কৃত শব্দের আগে বসে।