‘আশ্ শাফাআতুল উজমা’ বা সর্ববৃহৎ শাফাআত যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এঁর জন্য খাস।আর্থাৎ আল্লাহ তাআলা নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে শাফাআতে কুবরা’ ও মাকামে মাহমূদের মর্যদা দান করবেন।হাশরের মাঠে দীর্ঘকাল অবস্থানে ক্লান্ত লোকেরা বিচারের আবেদন জানালে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সৃষ্টিকূলের বিচার কাজ শুরু করার প্রার্থনা জানাবেন রাব্বুল আলামীনের দরবারে।