প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণিদের দেহে শিখা নামে এক প্রকার অঙ্গ থাকে। এগুলো শিখা নামের লম্বাটে এক প্রকার কোষ দ্বারা গঠিত। আগুনের শিখার মত লম্বা এবং প্রান্ত খন্ড খন্ড মত বলে এই ধরণের কোষকে শিখা কোষ বলে।
শিখা কোষ দ্বারা গঠিত শিখা অঙ্গ এই পর্বের প্রাণিদের রেচন অঙ্গ হিসাবে কাজ করে। অর্থা শিখা কোষ দেহ থেকে বর্জ্য পদার্থ রেচন বা মূত্র হিসাবে তৈরি করে নিষ্কাষন করে।