মানবদেহের দীর্ঘতম শিরাঃ
মানবদেহের দীর্ঘতম শিরার নাম হলো “ইন্ফেরিওর ভেনা ক্যাভা (inferior vena cava)”।
#এটি যে কাজ করেঃ
মানবদেহের প্রায় অর্ধাঙ্গ অর্থাৎ নিম্নাঙ্গ ও মধ্যাংশ থেকে অপরিশুদ্ধ (deoxygenated) রক্ত দেহের উপরদিকে বহন করে হৃদপিন্ডের ডান অলিন্দে পৌছিয়ে দেয় বা ফেরৎ পাঠায় পরিশুদ্ধ (oxygenated) হবার/করার জন্যে।
এই শিরার ওয়াল/প্রাচীর অনমনীয় (rigid) এবং বহু কপাটিকা (valves) সমৃদ্ধ যার মাধ্যমে রক্তসমূহ মাধ্যাকর্ষণ প্রভাবে (via gravity) নিচের প্রবাহে (down flow) বাঁধা প্রদান করে উপরের প্রবাহ (upper flow) সচল রাখে।
দুঃখের কথা হলো — এভাবে রক্ত উল্টো প্রবাহে ফেরৎ পাঠাবার সময় এই শিরা বিভিন্ন রোগ-জীবানুর সাথে আতাত বা আপোস (compromised) করে এবং রোগ ঘটায়/ছড়ায় (cause disease)।
....
মানব দেহের বৃহত্তম পেশি ?
উঃ গ্লুটিয়াস
- ২, মানব দেহের দীর্ঘতম পেশি?
উঃ সারটোরিয়াস
- ৩, মানব দেহের ক্ষুদ্রতম পেশি ?
উঃ সিলিয়ারি বা স্টেপিডিয়াস
- ৪, মানব দেহের দীর্ঘতম অস্থি ?
উঃ ফিমার
- ৫, মানবদেহের ক্ষুদ্রতম অস্থি ?
উঃ স্টেপিস
- ৬, মানব দেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি ?
উঃফিমার এবং টেমপোরাল বোন
- ৭, মানব দেহের সর্বাপেক্ষা কঠিনতম অস্থি ?
উঃম্যান্ডিবল (নীচের চোয়ালে থাকে)
- ৮, মানবদেহের সর্বাপেক্ষা হালকা অস্থি ?
উঃ ন্যাসো-টার বিন্যালস
- ৯, মানব দেহের দীর্ঘতম শিরা ?
উঃ নিম্ন মহাশিরা
- ১০, মানবদেহের দীর্ঘতম ধমনী ?
উঃ অ্যাবডোমিনাল অ্যাওর্টা
- ১১, মানবদেহের দীর্ঘতম স্নায়ু ?
উঃ সায়াটিক স্নায়ু
- ১২, মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি ?
উঃথাইরয়েড
- ১৩, মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি?
উঃপিনিয়াল বডি
- ১৪, মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি?
উঃ যকৃৎ
- ১৫, মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি?
উঃ প্লিহা
- ১৬, মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থি ? উঃ প্যারোটিডগ্রন্থি
- ১৭, মানবদেহের সর্বাধিক পাতলা ত্বক?
উঃকনজাংটিভ
- ১৮, মানুষের দেহ তিন ধরনের কোষ নিয়ে গঠিত এগুলো হলো-
ক. Labile cell: এরা প্রতিনিয়ত জন্মাতে থাকে।
খ. Stable cell: এরা প্রতিনিয়ত জন্মায় না। তবে কোন স্টিমুলাসের কারনে জন্মাতে পারে।
গ. Permanent cell: এরা একেবারেই জন্মায় না। বরং বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে।