অবাত শ্বসন
♦ অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়।
♦ শ্বসনিক বস্তু আংশিকরূপে জারিত হয়।
♦ দুই ধাপে সংঘটিত হয়।
♦ বিভিন্ন জৈব যৌগ, CO2 ও সামান্য শক্তি উৎপাদিত হয়।
♦ শুধু কিছু অণুজীবে যেমন—ব্যাকটেরিয়ায় অবাত শ্বসন হয়ে থাকে।
সবাত শ্বসন
♦ সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়।
♦ শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়।
♦ চার ধাপে সংঘটিত হয়।
♦ পানি, CO2 ও বিপুল পরিমাণ শক্তি উৎপাদিত হয়।
♦ উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়াই হলো সবাত শ্বসন।