You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
274 views
in ধর্ম ও আধ্যাত্মিক বিশ্বাস by (-14 points)

1 Answer

0 like 0 dislike
বিশ্বাস কাকে বলে?

নিজের মতের উপর দৃঢ়চেতা হয়ে থাকাকে, বিশ্বাস বলে !

    বিশ্বাস কী ?

এক বিশেষ অবস্থা। বিশ্বাস মনে জন্মায় !

    যেমন -

◆ ঈশ্বরে বিশ্বাস

◆ বিজ্ঞানে ( বিশেষ রূপে জানা ) বিশ্বাস

◆ মানুষকে বিশ্বাস

◆ প্রেম / ভালোবাসায় বিশ্বাস

প্রভৃতি।

মানুষ বিশ্বাস করার পরেও কেন বিশ্বাস হারিয়ে ফেলে?

    দৃঢ়তার অভাবে।
    নতুন একটি মতবাদের উদ্ভব হলে।
    মানুষের চিন্তার বাইরে কিছু হলে।
    ভালো করে কিছু যাচাই করে না বলে।

    যেমন -

◆ ঈশ্বর সম্পর্কে :

ঈশ্বরে বিশ্বাস করলে : কেউ একজন এসে তার ত্রুটি গুলো দেখিয়ে দেবে ! সেই ব‍্যক্তির মনে ঈশ্বর সম্পর্কে তেমন দৃঢ়তা না থাকলে, সহজেই বিশ্বাস ভেঙে যাবে। সে ঈশ্বরে অবিশ্বাসী হয়ে উঠবে।

ঈশ্বরে অবিশ্বাসী হলে : এমন কিছু একটা ঘটল যে, সেই মানুষ ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠল।

◆ 'পৃথিবীর সৃষ্টি ' সম্পর্কে মানুষের বিশ্বাস :

এই নিয়ে ধর্ম ও বিজ্ঞান বিভিন্ন রকম মতবাদ দিয়েছে। কিন্তু প্রকৃত কারণ এখনো কেউ দিতে পারে নি।

▪ ধর্মের দিক দিয়ে :

বিভিন্ন ধর্মের বিভিন্ন মত ! কোনটা বিশ্বাস করি, আর কাকেই বা করি ! পৃথিবী সৃষ্টির পর কীভাবে জীবনের সৃষ্টি তা নিয়েও কত রকম গল্প ! সব ধর্ম এক আদি পুরুষ ও এক নারীর কথা বলে ! তাদের আবার বিভিন্ন ধর্ম অনুযায়ী বিভিন্ন নাম !

▪ বিজ্ঞানের দিক দিয়ে :

    গ্রহকণিকা মতবাদ ( Planetesimal Hypothesis )
    জীনস্ ও জেফ্রির জোয়ার-জনিত স্ফীতি তত্ত্ব ( Tidal Hypothesis of Jeans & Jeffrey )
    কান্ট - ল‍্যাপলাস নেবুলা মতবাদ ( Nebula Hypothesis )
    উইসাকার ( Wizsacker ) এর ধূলি - মেঘ তত্ত্ব ( Dust - Colud Theory )
    বিগ ব‍্যাং তত্ত্ব ( Big Bang Theory )

ইত‍্যাদি।

উপরের সবকটি তত্ত্বের, পক্ষে ও বিপক্ষে মতামত আছে। কোনটা বিশ্বাস করব? সেই দ্বন্দ্বেই মানুষ ভোগে !

◆ মানুষকে বিশ্বাস :

উপকার সবাই নিতে চায়, কিন্তু অতি উপারকীদেরও লোকে পাগল বলে।

মানুষ সবসময় ভালো আচরণ আশা করে, ভদ্র স্বভাব পছন্দ করে, কিন্তু ঐরকম কারোকে সত্যিই দেখতে পেলে পাগল ভাবতে শুরু করে! তখন কেউ কেউ তার একটা সামান‍্য খুঁত খুঁজে ঝগড়া শুরু করে। মিথ্যে বদনাম দিয়ে বেড়ায়। একসময় মিথ্যে বদনামটা অনেকে বিশ্বাস করে ফেলে। তখন অনেকে ভাবে - এ বাবা ও ঐরকম ! আমি বিশ্বাসই করতে পারছি না ! কী যুগ এল ! তলে তলে এই ! আর কাকে বিশ্বাস করব !

ভালো আচরণ করলেও সমস্যা, মন্দ হলেও সমস্যা !

ভালো করে যাচাই না করার জন‍্য মানুষ বিশ্বাস করেও বিশ্বাস হারিয়ে ফেলে।

◆ প্রেম/ ভালোবাসায় বিশ্বাস :

প্রতারিত হলে বিশ্বাস হারিয়ে যায়, আবার যে প্রতারক তার বিশ্বাস বহাল তবিয়তে থাকে ! কারণ, যে অন‍্যের বিশ্বাস ভাঙে তার নিজের উপর অতি বিশ্বাস থাকে !

অবশ‍্য এই অতি বিশ্বাস একদিন তার জীবনে কাল হয়ে নেমে আসে।

শেষে, প্রেম/ ভালোবাসায় বিশ্বাস করেও মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে !

    একটা তত্ত্বের কথা বলি :

☆ প‍্যানজিয়া ও প‍্যানথালসা :

ওয়েগনার এই তত্ত্বের অবতারনা করেন।

এই তত্ত্বে বলা হয়েছে, পৃথিবী সৃষ্টির পর সমগ্র পৃথিবীতে একটি মাত্র ভূমিভাগ ছিল, তাকে প‍্যানজিয়া বলা হতো। আর তাকে ঘিরে যে জলভূমি ছিল তাকে, প‍্যানথালাসা বলা হত।

পরবর্তীকালে ধীরে ধীরে পাতগুলি সরে গিয়ে বর্তমানে অবস্থায় এসেছে বলা হয়।

এই তত্ত্বের Jig saw fit নিয়ে যত বিতর্ক। অনেকেই এই তত্ত্বের বিরুদ্ধে কথা বলেছেন, নতুন যুক্তি দিয়েছেন।

◆ সিদ্ধান্ত :

যখন একটি তত্ত্ব পড়া হয়, বা একটিই মতবাদ শোনা হয়, সেটা সবাই বিশ্বাস করে। কিন্তু অনেকগুলি তত্ত্ব বা মতবাদ পড়ার পর, তাদের যুক্তি, পালটা যুক্তি পড়ে মানুষ আর বিশ্বাস করতে পারে না, কোনটা সঠিক এই দ্বন্দ্বে ভুগে ! তখন সব বিশ্বাস হারিয়ে যায় ! বিশ্বাস করার পরেও বিশ্বাস হারিয়ে ফেলে আর কী !
by Earnings : 7.67 Usd (6,723 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...