আকাইদের বিষয়গুলোর মধ্যে রিসালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিসালাত অর্থ সংবাদ বহন, খবর বা চিঠি পৌঁছানো।
ইসলামী পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর মানুষের কাছে তার হেদায়াত বা পথ নির্দেশনা এবং আদেশ-নিষেধ, বিধি-বিধান প্রভৃতি অবিকল পৌঁছে দেয়ার নাম রিসালাত। সংক্ষেপে বলা যায় আল্লাহ পাকের বাণী মানুষের কাছে পৌঁছে দেয়াকে রিসালাত বলে।
মহান আল্লাহতায়ালার পবিত্র বাণী মানুষের কাছে পৌঁছে দেয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়।
রিসালাতের প্রতি বিশ্বাস করা ইমানের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাওহিদে বিশ্বাস করা যেমন জরুরি, রিসালাতে বিশ্বাস করাও তেমনি জরুরি। আমরা আল্লাহর পরিচয় জানতাম না। আল্লাহতায়ালা মেহেরবাণি করে আমাদের কাছে নবী-রাসূল পাঠিয়েছেন। তাঁরা আমাদের আল্লাহর পরিচয় জানিয়েছেন। রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহর বাণীকে অবিশ্বাস করা হয়। আল্লাহর বাণী অবিশ্বাস করলে আল্লাহকে অবিশ্বাস করা হয়। সুতরাং রিসালাতে বিশ্বাস থাকা জরুরি।