মানবদেহের ওজনের ৭ শতাংশ আসে রক্ত থেকে। আর এই রক্ত শিরা-উপশিরাগুলোর মাধ্যমে আমাদের দেহে চলাচল করে সারাক্ষণই। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে গড়ে ৪.৫ থেকে ৫.৫ লিটার রক্ত থাকে। তবে লিঙ্গ, ওজন, উচ্চতা এবং সার্কি স্বাস্থ্য পরিস্থিতি ভেদে এতে ভিন্নতাও থাকতে পারে। যাইহোক এই রক্ত গুলো শিরা-উপশিরাগুলোর মাধ্যমে আমাদের দেহে চলাচল করে সারাক্ষণ যা হার্টের মাধ্যমে। আর এই হার্ট প্রতি মিনিটে হার্ট যতবার বিটস করে ততবারই দেহে রক্ত চলাচল করে আর এর মাধ্যমে আমাদের দেহে গরম হয়ে থাকে।