প্রস্বেদন
১. বাষ্পকারে পানি নির্গত হয়।
২. সাধারণত পত্ররন্ধ, কিউটিকল এবং লেন্টিসেলের মাধ্যমে পানি নির্গত হয়।
৩. প্রক্রিয়াটি দিবাভাগে সংঘটিত হয়।
৪. নির্গত পানি সর্বদা বিশুদ্ধ।
৫. পত্ররন্ধীয় প্রস্বেদন রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
নিস্রাবণ
১. তরল অবস্থায় পানি নির্গত হয়।
২. সাধারণত হাইডাথােড বা জলরন্ধ্রের মাধ্যমে পানি নির্গত হয়।
৩. প্রক্রিয়াটি শেষ রাত্রিতে অথবা অতি প্রত্যুষে সংঘটিত হয়।
৪. নির্গত পানিতে শর্করা দ্রবীভূত থাকতে পারে।
৫. নিস্রাবণ কখনও নিয়ন্ত্রণ করা যায় না।