এতে n অঞ্চল হতে কিছু ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক প্রান্তে গমন করায় নিঃশােষিত অঞলে ধনাত্মক আয়নের সংখ্যা বৃদ্ধি পায় এবং এর বিভব বৃদ্ধি পায়। ... অর্থাৎ বিমুখী ঝোঁকে জংশনের দুপাশের বিভব পার্থক্য বৃদ্ধি পায় এবং তদুপরি নিঃশেষিত অঞল বা ডিপ্লেশন লেয়ারের বেধ বৃদ্ধি পায়।