যেসব প্লাস্টিডে ক্লোরোফিল নামক সবুজ বর্ণ কণিকা অধিক পরিমাণে থাকে, তাকে ক্লোরোপ্লাস্ট বলে। এই ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। সবুজ উদ্ভিদ ক্লোরোপ্লাস্টের সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজ করার শক্তি জোগায়।