সিরিয়াল নাম্বার দিয়ে শাওমি ফোন ভেরিফাই
ফোনের বক্সের পেছনে একটি প্রোডাক্ট লেবেল থাকে। তবে আপনি যদি থার্ড পার্টি স্টোর বা রিসেলার এর কাছ থেকে ফোন ক্রয় করেন থাকেন, তবে এই লেবেলটি না থাকতেও পারে। যদি আপনার ফোনের বক্সের পেছনে অথেনটিকেশন লেবেল থাকে, তবে সেখানে একটি কোড থাকবে। কোডটি নিয়ে ****://***.mi.***/verify/ লিংকে গিয়ে প্রবেশ করালেই জেনে যাবেন আপনার ফোনটি আসল না নকল।