আমি একা গিয়েই মাত্র ১১০০ টাকায় ঘুরে এলাম নিকলি হাওর ও মিঠামইন রোড থেকে। নিম্নে বিস্তারিত দেওয়া হলো:
সকাল ৬ টায় আপুর বাসা মগবাজার থেকে গোলাপবাগ বাস স্ট্যান্ডে অসলাম। ভাড়া ১৫ টাকা
সকালের নাস্তা ৬০ টাকা
বাস ভাড়া: ১৬০ টাকা
@( যাতায়াত পরিবহনে সকাল ৬:৩০ এ বাস ছাড়ে।কোটিয়াদি পযন্ত ২০০ টাকা চাইছিলো পড়ে ১৬০ টাকাই দিলাম)
কোটিয়াদি যেতে ৩ ঘন্টার মত লাগার কথা কিন্তু বাস অনেক জায়গাতে থামার কারনে ৪ ঘন্টা লাগছে।#
১০:৩০ কোটিয়াদি থেকে লোকাল CNG তে করগাও এর ভাড়া ৫০ টাকা, সময় লাগছে ১ ঘন্টা।
করগাও থেকে লোকাল অটো তে করে নিকলি বেড়ী বাদ পযন্ত ভাড়া ৪০ টাকা। সময় লাগে ৩০ মিনিট।
@এই বার নৌকা ঠিক করার পালা, শেয়ারে নৌকা( যে কেনো কিছু) ঠিক করার জন্য যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং বিনয়ী হতে হবে।
৯ জন এর একটা দলে আমি যুক্ত হয়ে ১০ জন মিলে আসা যাওয়া সহ একটা নৌকা ভাড়া করি মাএ ২০০০ টাকায়।
@ শুক্র ও শনিবার অনেক ভিড় থাকে এবং নৌকা ভাড়া অনেক বেশি থাকে তাই এই দিনে না যাওয়াই ভালো#
নৌকা ভাড়া পরলো ২০০ টাকা।সময় ১ঘন্টা ৩০ মিনিট।
১টা ৩০ মিনিটে মিঠামইন নৌকা ঘাটে গেলাম। নৌকা ঘাট থেকে মিঠামইন বাজারে গেলাম অটোতে ভাড়া ১০ টাকা।
দুপুরবেলার খাবার খেলাম কাচা লংকা হোটেলে ১৫০ টাকা।
এই বার মিঠামইন বাজার থেকে ৫ জন মিলে অটো ভাড়া করলাম ইটনা, মিঠামইন,অষ্টগ্রাম রোডের বড় ব্রিজ পযন্ত। ভাড়া ৫০০ টাকা। আমার ১০০
স্বপ্নের রোডে চলে আসলাম, ৭ ঘন্টার সব ক্লান্তি মুছে গেল, দিগন্তবিস্তৃত রোড ধরে ধরে বড় ব্রিজ পর্যন্ত গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি হাঁটাহাঁটি কিছুক্ষণ হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করে আবার রওনা দিলাম মিঠামইন বাজারে। মিটামইন বাজার থেকে নৌকা ঘাট ১০ টাকা নৌকা থেকে দেড় ঘণ্টা জার্নি করে সন্ধ্যা ৬ টায় চলে আসলাম নিকলী বেড়িবাঁধ। সন্ধ্যায় হালকা কিছু নাস্তা (৫০টাকা) খেয়ে রওনা দিলাম।
নিকলী বেড়িবাঁধ থেকে বনগাও ৪০ tk বনগাঁও থেকে কটিয়াদী ৫০ টাকা কটিয়াদী থেকে গোলাপবাগ বাস স্ট্যান্ড ১৬০
গোলাপবাগ বাস স্ট্যান্ড থেকে মামগবাজার ১৫ টাকা।