১০ জিলহজ সুবহে সাদিকের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্বে হজের উদ্দেশ্যে তাওয়াফ করতে হয়। এটি হজের ক্ষেত্রে ফরজ। এ তাওয়াফ না করলে হজ আদায় হবে না। এটি ওমরার হজের মতোই। তবে এ তাওয়াফের পরবর্তী সায়ী আরাফার দিনের পূর্বেই আদায় করে নেওয়ার সুযোগ আছে। যদি অগ্রিম সায়ী করা হয়ে থাকে তাহলে তাওয়াফে জিয়ারতের পর সায়ী করতে হয় না। তাওয়াফে কুদুমের পর অগ্রিম সায়ী করা না হলে তাওয়াফে জিয়ারতের পর সায়ী করতে হবে। সে ক্ষেত্রে তাওয়াফে ইজতিবা ও রমল করতে হবে।