যারা শুধু ওমরা করেন কিংবা তামাত্তু হজ করেন তাদের প্রথমে মক্কায় প্রবেশের পর তাওয়াফ করতে হয়। এটি ওমরার তাওয়াফ। এটি ওমরার ক্ষেত্রে ফরজ। এই ওমরার তাওয়াফে প্রথম ৩ চক্করে রমল অর্থাৎ বীরদর্পে জোরে জোরে হাঁটা সুন্নত। ইহরামের কাপড় ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের ওপর রাখা যাকে ইজতিবা বলেÑ এটা করাও সুন্নত।