You can also earn money by answering questions on this site Find out the details

Categories

Sister Links: -- Nishiddho--BDLove24--Cerapatabd ....
107 views
in আউটসোর্সিং ও ক্যারিয়ার by Earnings: 0.035 Usd (30 points)

1 Answer

0 like 0 dislike
জা লাইফস্টাইল আসলে কি ?

জা লাইফস্টাইল কোম্পানিটি হচ্ছে মূলত এডভেটাইজ কোম্পানি যেখান থেকে এড দেখার মাধ্যমে উপার্জন হয়ে থাকে । অ্যাড হল দু'ধরনের একটি হলো ভিডিও অ্যাড আরেকটি হলো ইমেজ অ্যাড যেটাকে আমরা বিজ্ঞাপন বলে থাকি । বিজ্ঞাপন অ্যাড কোনটাকে বলে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যেটা আমরা টিভিতে দেখে থাকে । ইমেজ অ্যাড কোনটাকে বলে ইমেজ অ্যাড হচ্ছে যেটা আমরা পিটিসি সাইট গুলোতে ইমেজ ভিউ করলে যে ইনকাম হয়ে থাকে ঠিক ওইভাবেই ইনকাম হবে এখান থেকে । (jaa lifestyle review)

জা লাইফস্টাইল কোন দেশি কোম্পানি ?

জা লাইফস্টাইল কোম্পানিটি পরিচালিত হয়ে থাকে ইউরোপ দেশ থেকে তবে জা লাইফস্টাইল এর মালিকানা রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া ইন্দোনেশিয়া সহ আরো বেশ কয়েকটি দেশের নাগরিকের সেই হিসাবে বলা যেতে পারে জা লাইফস্টাইল বহুজাতিক কোম্পানি । (Jaa Lifestyle company details)

জা লাইফস্টাইল ওয়েবসাইট থেকে পেমেন্ট নেওয়ার মাধ্যম গুলো কি কি ?

জা লাইফস্টাইল কোম্পানিটি যেহেতু ইউরোপ দেশ থেকে পরিচালিত হয় ও ইন্টারন্যাশনাল একটি অনলাইন ইনকাম ভিত্তিক ওয়েবসাইট বা কম্পানি সেহেতু জা লাইফস্টাইল এ রয়েছে মাল্টিপল পেমেন্ট নেওয়ার মেথর যেমন মাস্টার কার্ড ভিসা কার্ড ব্যাংক টেনাসফার এবং ক্রিপ্ত কারেন্সি বিটকয়েন সহ বিভিন্ন কারেন্সি রয়েছে যার মাধ্যমে আপনি বা আপনারা খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন । আরো শোনা যাচ্ছে খুব শীগ্রই নাকি বাংলাদেশের মানুষদের জন্য বিকাশ নগদ জোক করা হবে । (Jaa Lifestyle cryptocurrency)

জা লাইফস্টাইল ওয়েবসাইট থেকে কত টাকা মাসে ইনকাম করা যাবে ?

কত টাকা ইনকাম করতে পারবেন মাসে সেটা সম্পূর্ণ আপনার নিজের উপরে নির্ভর করবে কারণ আপনি যতটুকু কাজ করবেন ততটুকই ইনকাম পাবেন । তবে একটি মজার বিষয় হচ্ছে যা লাইফ স্টাইলে রয়েছে সাত লেভেল পর্যন্ত রেফার কমিশন পাওয়ার সুযোগ । অর্থাৎ জা লাইফস্টাইল ওয়েবসাইট থেকে সাত লেভেল পর্যন্ত রেফার কমিশন পাওয়া যাবে । তবে এখানে একটা মজার বিষয় রয়েছে যা লাইফ স্টাইল ওয়েবসাইটটিতে প্রথম জেনারেশন ইনকাম পাওয়া যাবে 100% পর্যন্ত । বিষয়টা আপনাদেরকে খুলেই বলি অর্থাৎ আপনি যাকে রেফার করবেন সে যত কাজ করবে ঠিক ততটুকুই আপনি রেফার কমিশন পাবেন তবে সেটা আপনার বন্ধুর থেকে না কোম্পানি আপনাকে সে রেফার কমিশনটা দিয়ে থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন । (Jaa Lifestyle referral commission)

এখানে কি ফ্রিতে কাজ করা যাবে ?

অবশ্যই আপনি ফ্রিতে কাজ করতে পারবেন ফ্রিতে একাউন্ট খুলে তবে আপনার অ্যাকাউন্ট যদি আপনি অ্যাকটিভ করেন সেক্ষেত্রে আপনি ইনকাম টা কয়েকগুণ বেশি প্রতিদিন পাবেন । আর যদি আপনি ফ্রিতে কাজ করেন ইনকাম টা একটু কম পাবেন কয়েকগুণ অ্যাক্টিভ ইউজার থেকে । কোম্পানি বলেছেন যারা ফ্রিত কাজ করবে তারা প্রতিদিন 1 ইউরো করে পাবে বিজ্ঞাপন বা অ্যাড দেখে । 1 ইউরো সমান সমান বাংলাদেশি টাকায় হয় 100 টাকার কিছু কম বেশি আর যারা আইডি একটিভ করে কাজ করবে তারা পাবে প্রতিদিন 270 টাকা থেকে 280 টাকা পর্যন্ত । বাংলাদেশ থেকে একটি আইডি একটিভ করার জন্য বারোশো টাকা প্রয়োজন হয়ে থাকে । (Jaa Lifestyle free income)

জা লাইফস্টাইল ওয়েবসাইটটি কতদিন হয়েছে অনলাইনে এসেছে ?

এই অনলাইন ইনকাম ওয়েবসাইটটি অনলাইন জগতে এসেছে বেশিদিন হয়নি গত এক বছর যাবত তারা কার্যক্রম শুরু করেছেন তবে তাদের মূল কার্যক্রম এখনো সেভাবে শুরু করতে পারেনি আরো হয়তো কয় দিন সময় লাগতে পারে মূল কাজে নামার জন্য কোম্পানিটি এটি জানিয়েছে । অনেক বিশেষজ্ঞরা বলছেন জা লাইফস্টাইল হয়তোবা আগামীতে গুগোল কিংবা ফেসবুকের মত বড় এডভেটাইজ কোম্পানি হয়ে যেতে পারে । যদি তারা সব কাজ গুলো ঠিকঠাক মতো চালু করে । এতে করে একটি ধারণা হয়তোবা বুঝতে পারছেন আগামীতে হয়তোবা ইনকাম আরো বাড়তে পারে এখান থেকে । (Jaa lifestyle)

কেন এই কোম্পানিতে আমরা কাজ করব ?

কে কোন জায়গায় কাজ করবে বা কোন কোম্পানিতে কাজ করবে এই বিষয়টি যদিও যার যার ব্যক্তিগত ব্যাপার সেই হিসাবে কাজ করা না করা যার যার ব্যক্তিগত অভিরুচি তবে জা লাইফস্টাইল যেহেতু বর্তমানে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে কিংবা বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে সেই হিসাবে আপনি চাইলে জা লাইফস্টাইল এ কাজ করার ট্রাই করতে পারেন । (jaa lifestyle work from home)


এখানে কি স্টুডেন্টরা কাজ করতে পারবে?
চলমান পৃথিবীতে বাংলাদেশ হোক ইন্ডিয়াতে হোক পাকিস্তানে হোক কিংবা পৃথিবীর যেকোন দেশে হোক না কেন সব দেশেই কম আর বেশি বেকার রয়েছে বিশেষ করে যারা লেখাপড়া শেষ করেছেন তারা চাকরির অভাবে ঘুরেফিরে সময় কাটাচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না । তারা চাইলে যা লাইফস্টাইল কোম্পানিতে চাকরি করে প্রতিমাসে ভালো টাকা উপার্জন করতে পারবেন । স্টুডেন্টদের কথা শুনে অন্য লেভেলের লোকজনরা মন খারাপ করবেন না কারণ এখানে সবাই কাজ করতে পারবেন কোনো বাধা নেই । (jaa lifestyle for student)
by Earnings : 7.67 Usd (6,723 points)

Related questions

-- Payment Method & Thresholds--Referral Program--Help--
-- FAQ --- Terms --DMCA ---Contact Us --
Language Version--English --Bengali ---Hindi ---
...